top of page
  • Facebook
  • YouTube
  • Whatsapp

“শক্তি আরাধনায় নেতাজী সংঘ”

লালকুঠি পার্থনগরী নেতাজী সংঘ এবারে শক্তি আরাধনায় ৪৮ বছরে পদার্পণ করেছে।

সমসাময়িক জীবন দর্শনে পূজো হয়ে উঠেছে উৎসব । মানুষ ভুলতে বসেছে পুজো বা আরাধনার আক্ষরিক অর্থ। আর এই যন্ত্র সভ্যতার সঙ্গে পথ চলতে চলতে স্মৃতি থেকে দূর সরে যাচ্ছে পুজোর সকল উপকরণ।

তাই নেতাজী সংঘের এবারের চিন্তা পুজোর উপকরণ যার আভিধানিক অর্থ উপচার ।

হিন্দুধর্মে উপাসনা বা পূজার অংশ হিসেবে দেবতার উদ্দেশ্যে অর্পিত অর্ঘ্য ও সেবাকে বলা হয় উপচার । এটি একটি সংস্কৃত শব্দ।

এই সেবার মধ্যে পড়ে দীপ, সুগন্ধ,বস্ত্র ,ধুনুচি ইত্যাদি,যা নিয়ে নিয়েই গড়ে ওঠে এই উপচার।

আর সেই সকল উপাদান নিয়েই আমরা গড়ে তুলব আমাদের পুজো মন্ডব।

Netaji-sangha-scaled.jpg
texture-paper-background-parchment-1.jpg
bottom of page